৯২২ পদে সমন্বিত ১০ ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটি সদস্য ভুক্ত ১০টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিনিয়র অফিসার পদে ৯২২ জন কে যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে আহ্বান করা হচ্ছে।
নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত তথ্যঃ-
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ ব্যাংক
পদ সংখ্যাঃ ৯২২ টি
আবেদন প্রক্রিয়াঃ অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটঃ bb.org.bd
আবেদন শুরুঃ ৩১ জানুয়ারী ২০২৩
আবেদনের শেষ তারিখঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৩
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহের বর্ণনাঃ-
পদের নামঃ সিনিয়র অফিসার (জেনারেল)
বেতনঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি। কোন পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
কোন ব্যাংকে কতজন নিয়োগ দেওয়া হবেঃ-
সোনালী ব্যাংক লিমিটেড ৩৯৩ টি
জনতা ব্যাংক লিমিটেড ৯৪ টি
অগ্রণী ব্যাংক লিমিটেড ১৫০ টি
রূপালী ব্যাংক লিমিটেড ২৫ টি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ২৬ টি
বাংলাদেশ কৃষি ব্যাংক ১৮৫ টি
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ১৭ টি
প্রবাসী কল্যাণ ব্যাংক ১১ টি
কর্মসংস্থান ব্যাংক ১৫ টি
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ০৬ টি
মোট পদ সংখ্যাঃ ৯২২ টি
প্রার্থীর বয়সঃ- আবেদনকারী প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২০ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
প্রার্থীর সময়সীমাঃ- অনলাইনে আবেদন শুরু ৩১ জানুয়ারি ২০২৩ সকাল ১০.০০ টা এবং আবেদন গ্রহণের শেষ তারিখ ০৫ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ৫.০০ টা পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।
আবেদন ফিঃ- আবেদন ফি বাবদ প্রার্থীকে ২০০ টাকা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস “রকেট” এরর মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদন করার পদ্ধতিঃ- প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য বাংলাদেশ ব্যাংক এর অফিসের ওয়েবসাইটে (erecruitment.bb.org.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।
প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রাথমিকভাবে কোন কাগজ পত্র প্রদান করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবেদনে লিখিত তথ্যাদি সমর্থনে প্রয়োজনীয় দলিলপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
অনলাইন আবেদনে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষরসহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষরিত ভেরিফিকেশন সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।
পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।
অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখুন