দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুবনারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য ৯ টি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। ১৮ থেকে ৩৫ বছর বয়সী সকল নারী ও পুরুষগণ আবেদন করতে পারবেন। আগামী ২১ জুনের মধ্যে আবেদন জমা দিতে হবে। ২ জুলাই থেকে প্রশিক্ষণ শুরু হবে।
আবেদন ফরম www.dyd.gov.bd ওয়েব সাইটে পাওয়া যাবে। অথবা স্ব স্ব উপ-পরিচালক/কো-অর্ডিনেটর/ডেপুটি কো-অর্ডিনেটর এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার কার্যালয়ে বিনা মূল্যে পাওয়া যাবে। আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাতকার আগামী ২২ জুন নিজ নিজ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
০১.
কোর্স: কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন (অনাবাসিক)
শিক্ষাগত যোগ্যতা: এইচ, এস, সি বা সমমানের পাস
৬৪টি জেলা (৭১টি কেন্দ্র) ঢাকা-৬টি, গাজীপুর-২টি, চট্টগ্রাম ২টি এবং অবশিষ্ট ৬১টি জেলায় ৬১ কেন্দ্র
প্রতি কেন্দ্রে আসন সংখ্যা-৭০
কোর্স ফি: ১০০০/-
সময়কাল: ৬ মাস (০২ জুলাই হতে ৩১ ডিসেম্বর, ২০২৩)
০২.
কোর্স: প্রফেশনাল আফিক্স ডিজাইন (অনাবাসিক)
শিক্ষাগত যোগ্যতা: এইচ, এস, সি বা সমমানের পাস
জেলা: ৫টি বিভাগীয় শহরে ৬টি কেন্দ্র।
ঢাকা-০২টি, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল-০১টি কেন্দ্র
কোর্স ফি: ১০০০ টাকা
সময়কাল: ৬ মাস (০২ জুলাই হতে ৩১ ডিসেম্বর, ২০২৩)
৩.
কোর্স: ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং (অনাবাসিক)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/ সমমানের পাস
জেলা: ৫৯টি জেলায় ৬০টি কেন্দ্র। খাগড়াছড়ি, পিরোজপুর, কুমিল্লা, কক্সবাজার ও মৌলভীবাজার বাতীত ৫৯টি জেলায় ৬০টি কেন্দ্র (ঢাকা-২টি কেন্দ্র)
কোর্স ফি: ৩০০ টাকা
সময়কাল: ৬ মাস (০২ জুলাই হতে ৩১ ডিসেম্বর, ২০২৩)
৪.
কোর্স: ইলেকট্রনিক্স (অনাবাসিক)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/ সমমানের পাস
জেলা: কেন্দ্রে আসন সং ৬২টি জেলায় ৬৩ টি কেন্দ্রা। ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি ব্যতীত ৬২টি জেলার ৬৩টি কেন্দ্র, (ঢাকা-২টি কেন্দ্র)।
কোর্স ফি: ৩০০ টাকা
সময়কাল: ৬ মাস (০২ জুলাই হতে ৩১ ডিসেম্বর, ২০২৩)
০৫.
কোর্স: রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং (অনাবাসিক)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/ সমমানের পাস।
জেলা: ৫৬ জেলা ৫৭ কেন্দ্র। বান্দরবান, চাঁদপুর, পুটয়াখালী, ভোলা, রাঙ্গামাটি, খাগড়াছডি, হবিগঞ্জ ও সুনামগঞ্জ ব্যাতিত ৫৬ টি জেলার ৫৭ টি কেন্দ্র (ঢাকায় ২ টি কেন্দ্র)।
আসন সংখ্যা-৩০ ৫৬টি জেলায় ৫৭টি কেন্দ্র।
কোর্স ফি: ৩০০ টাকা
সময়কাল: ৬ মাস (০২ জুলাই হতে ৩১ ডিসেম্বর, ২০২৩)
৬.
কোর্স: মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার এপ্লিকেশন
শিক্ষাগত যোগ্যতা: এইচ এস সি বা সমমান পাশ
জেলা: ২৫ জেলায় ৩০ কেন্দ্র। (ঢাকায় ৪টি কেন্দ্র) মাদারিপুর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, রাজশাহী-২, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, খুলনা-২, যশোর, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, কুষ্টিয়া, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও কুড়িগ্রাম জেলা কার্যালয়ে ১ টি।
কোর্স ফি: ৫০০
সময়কাল:৬ মাস (০২ জুলাই হতে ৩১ ডিসেম্বর, ২০২৩)
৭.
কোর্স: পোশাক তৈরী (অনাবাসিক)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম/সমমান পাশ।
জেলা: মৌলিভীবাজা ও কক্সবাজার ব্যাতিত ৬২ টি৬ জেলা।
কোর্স ফি: ৫০ টাকা
সময়কাল:৩ মাস (০২ জুলাই হতে ৩১ অক্টবর, ২০২৩)
৮.
কোর্স: ব্লক, বাটিক ও স্ক্রিনপ্রিন্ট (অনাবাসিক)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম/ সমমান পাশ।
জেলা: ৫ জেলায় ৯ কেন্দ্র। ঢাকা- ৫টি, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা জেলায় ১ টি করে।
কোর্স ফি: ৫০
সময়কাল: ৪ মাস (০২ জুলাই হতে ৩১ অক্টবর, ২০২৩)
৯.
কোর্স: গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি (আবাসিক)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম/সমমান পাশ।
জেলা: ৬৪ টি আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্র ৬৪ জেলা।
কোর্স ফি: ১০০ টাকা
সময়কাল: ৩ মাস (১৬ জুলােই ১৩ অক্টবর)