সময়মতো মা না হওয়ার যে কতোটা কষ্টের সেটা প্রতিটা মহিলা বুঝেন। সেটা আর নতুন করে কিছু বলার নেই। মা হওয়ার অভিজ্ঞতাটাও প্রতিটা মহিলার জন্যই একটি বিশেষ অভিজ্ঞতা। প্রত্যেকবার সন্তান জন্ম দেওয়ার সময় একেক বার একেক একেক রকমের অনুভূতির জন্ম হয়। সন্তান পেটে ধারণের সময় মায়েরা নানারকম শারীরিক ও মানসিক সমস্যার ভুগে থাকেন।
যৌথ পারিবার শহর অঞ্চলে তো দূরে থাক এখনও গ্রামেও খুব একটা দেখা যায় না। একক পরিবারের প্রাধান্য দিন দিন বাড়ছেই। শুধু কর্মজীবি নারীই নন আজকাল যারা গৃহিনী তারাও আর আগের মতো বেশি সন্তান নিতে চান না। একটা সন্তান কিংবা দুইটা সন্তানই যেন যথেষ্ট। যদিও এর পিছে নানা কারণও কাজ করে।
কিন্তু আজকে এমন একজন মহিলার কথা বলবো যা জেনে আপনি অবাক হবেন। রাশিয়ান এই মহিলা একটা বা দুটি সন্তানের মা নন তিনি বর্তমানে ২২ জন সন্তানের মা এবং মহিলার বর্তমান বয়স সবেমাত্র ২৬ বছর। রাশিয়ান এই মহিলার নাম ক্রিস্টিনা জর্জিয়া, তিনি আজটর্কে থাকেন। তাঁর ২২টি সন্তান রয়েছে, তবে তিনি এই সংখ্যাটি তিনি তিন সংখ্যায় নিয়ে যেতে চান, অর্থাৎ তিনি সন্তানদের দিক থেকে সেঞ্চুরি করতে চান। হতে চান ১০০ সন্তানের মা।
চমকের আরো অনেক কিছুই বাকি আছে। চমকে উঠবেন যখন জানবেন যে, এই ২২ জন সন্তানকে দেখভাল করেন ১৬ জন দাইমা। আর তাদের মোট বেতন দিতে হয় ৮২ হাজার মার্কিন ডলার! কী! ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন নাকি? ২০২০-র জুলাই থেকে ২০২১ সাল পর্যন্ত ইতিমধ্যেই ক্রিস্টিনা তার সন্তানদের পিছনে বিপুল পরিমাণ অর্থ খরচ করে ফেলেছেন।
গত বছর ক্রিস্টিনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ১০৫ টির মতো সন্তান নিতে চান। একসাথে এতগুলো শিশু লালন পালন করতে কেমন লাগে সেই সম্পর্কেও তিনি বলেছেন।
তিনি বলেন, আমি সব সময় বাচ্চাদের সাথে থাকি। একজন সাধারন মা যা করেন আমিও তাই করি। আমি একটি বড় জাহাজ চালিই । আমার সন্তারা প্রতিদিন রাত ৮ টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমায়। সন্তানদের জীবনের প্রতিটি কথা আমি ডায়েরিতে লিখে রাখি।