ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের প্রবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ দিচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ন্যাশনাল ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (National Bank Limited kob circular 2023) সম্প্রতি প্রকাশিত হয়েছে। আপনারা যারা ব্যাংকে চাকরি করতে আগ্রহী বা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন তাদের জন্য আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনারা যারা ন্যাশনাল ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলেন এবং আবেদন করার জন্য অপেক্ষমান ছিলেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারেন।

বাংলাদেশে বর্তমান সময়ে অন্যান্য আকর্ষণীয় সকল ব্যাংকে চাকরির মধ্যে ন্যাশনাল ব্যাংকে চাকরিটি অন্যতম। ন্যাশনাল ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে লেখাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত তথ্যঃ-

ব্যাংকের নামন্যাশনাল ব্যাংক লিমিটেড
প্রকাশের তারিখ০৮ ডিসেম্বর ২০২৩
চাকরির ধরনবেসরকারি চাকরি
ক্যাটাগরিব্যাংকে চাকরি
পদ সংখ্যা০১ টি
লোক সংখ্যাঅফিশিয়াল নোটিশে দেখুন
প্রকাশ সূত্রদৈনিক প্রথম আলো
শিক্ষাগত যোগ্যতাইমেজে দেখুন
আবেদন করার মাধ্যমঅনলাইনে
আবেদন করার শুরুর তারিখ০৮ ডিসেম্বর ২০২৩
আবেদন করার শেষ তারিখ২২ ডিসেম্বর ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইটwww.nblbd.com
আবেদন করার লিংকনিচে দেখুন

 জেনে নিন পদটিতে আবেদনের বিস্তারিত

আবেদন যোগ্যতাঃ স্বীকৃত যেকোন পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/ইইই/ইটিই/সিভিল-এ যেকোনো বিষয়ে ৪-বছরের স্নাতক ডিগ্রী সহ এমবিএ/এমবিএম/মাস্টার্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং। অনার্স এবং মাস্টার্স বা সমমানের পরীক্ষায় ৪.০০ এর মধ্যে কমপক্ষে ৩.০০ বা ৫.০০ এর মধ্যে ৩.৭৫ সিজিপিএ।


এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় ৫.০০ এর মধ্যে কমপক্ষে ৪.০০ GPA, ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে, “O” লেভেলে 2 B এর সাথে কমপক্ষে 3 A এর সাথে এবং “A” লেভেলে 1 B এর সাথে 1 A। ২২ ডিসেম্বর ২০২৩ তারিখে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। 

বেতন ভাতাঃ নিয়োগপ্রাপ্তদের এক বছর প্রবেশনারি হিসেবে মাসিক ৪৫,০০০/ টাকা বেতন দেয়া হবে।

আবেদনের নিয়মঃ আগ্রহী প্রার্থীরা আগামী ২২ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।

সূত্র, দৈনিক প্রথম আলো : ০৮ ডিসেম্বর ২০২৩

আবেদনের শেষ তারিখ : ২২ ডিসেম্বর ২০২৩

By Moksedul Islam

I am Moksedul Islam. Writer, poet and storyteller. An entrepreneur. Love to write and read. Writing is my hobby.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *