সফলতার সংজ্ঞা মূলত আপেক্ষিক। সফলতার যেমন নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। ব্যক্তিবিশেষে মূলত সফলতার “পরিমাপ” নির্ণয় হয়। পৃথিবীতে সবার লাইফ স্টাইল যেমন একরকম নয় তেমনি তাদের সফল হওয়ার রাস্তাটাও ভিন্ন। যদি সফল ব্যক্তিদের পথ অনুসরণ করা হয় তাহলে দেখা যাবে পৃথিবীতে প্রত্যেক সফল ব্যক্তি নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করেছে। সবার গল্প যেমন ভিন্ন তেমনি কাজের ধরণও ভিন্ন ভিন্ন।

তবে সফল হতে হলে ব্যক্তির কিছু গুণাবলী থাকতে হয়। যে গুণগুলো তাকে সফল মানুষে পরিণত করতে সহায়তা করে থাকে। আজকে তেমনি ৫টি গুণ নিয়ে আলোচনা করবো। যে গুণগুলো আপনার মধ্যে থাকলে আপনাকে সফল হওয়া থেকে কেউই আটকাতে পারবে না।

সফল হতে হলে যে ৫টি গুণ আপনার মধ্যে থাকতে হবে সেগুলো হলো-

) সময়ানুবর্তিতাঃ সময়ানুবর্তিতা হল সঠিক সময়ে একটি প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা। সময়ানুবর্তিতা অর্থ সময়মতো’ বা ‘সময়নিষ্ঠ’ হওয়া। সময়ানুবর্তিতাকে একটি শিষ্টাচার হিসাবে বিবেচনা করা যেতে পারে যা আমাদের প্রতিশ্রুতি অনুসারে সময়মত হতে উত্সাহিত করে। এটি এমন একটি বৈশিষ্ট্য যা আমাদের সময়মত একটি জায়গায় পৌঁছাতে এবং কারও প্রতি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে উত্সাহিত করে। এটি আমাদের এবং অন্যদেরকে সময়ের গুরুত্ব এবং মূল্য স্বীকার করতে সক্ষম করে। একজন ব্যক্তি যে সময়নিষ্ঠ সে সবসময় জানবে কিভাবে তাদের সময় এবং অন্যদের সম্মান করতে হয়। সময়ানুবর্তিতা দ্বারা একজন ব্যক্তি সাফল্য অর্জন করে। কারণ সময়ের মূল্য যে বুঝেছে, তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কোন কাজ কখন করতে হবে, কোন কাজটি করা যাবে না ইত্যাদি বিষয়গুলো তারা বুঝতে পারেন। সময়ের মূল্য বুঝে কাজ করলে তাকে কেউ সফল হওয়া থেকে আটকাতে পারবে না।

) ধৈর্যঃ ধৈর্য একটি মহৎ ও উত্তম গুনাবলী সম্পন্ন কাজ। কথায় আছে, সবরে মেওয়া ফলে। বা অনেকেই বলে ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য ” – এক মহৎ গুণ, মানব জীবনের প্রতিটি মুহূর্তে যার প্রয়োজনীয়তা সীমাহীন। মানবজীবনে সাফল্য পেতে ধৈর্য ধরার কোন বিকল্প নেই। প্রত্যেক মানুষের মধ্যে ধৈর্যের মত গুণ থাকা উচিত। কিন্তু ধৈর্য গুণটি নিজের মধ্যে ধারণ করা কি খুবই সহজ কাজ? ‘ধৈর্য’ এই গুণটি কিন্তু সবার মধ্যে নেই। ধৈর্যের জন্য প্রয়োজন চর্চা। প্রয়োজন অভ্যাসের পরিবর্তন, চিন্তার পরিবর্তন।  বিপদের সময় যে ধৈর্য ধারণ করতে পারবে সেই হলো সফল। কারণ পরিস্থিতি সব সময় এক থাকে না। প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্যের অনেক প্রয়োজন হয়। জগতে ধৈর্যশীল ব্যক্তিই সম্মানের পাশাপাশি সাফল্য লাভ করেন খুব দ্রুত। তাই সফল হতে হলে বিপদে-আপদে ধৈর্য ধারণ করুন।

) কঠোর পরিশ্রমঃ পৃথিবিতে কেউই সোনার চামচ মুখে নিয়ে জন্ম গ্রহন করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়। কঠোর পরিশ্রম আপনাকে আরও দৃঢ়, দায়িত্বশীল ব্যক্তিতে পরিণত করে তুলবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠিন কাজও সহজ হয়। কঠোর পরিশ্রম আপনাকে আপনার স্বপ্ন পূরণের জন্য সম্পদ উপার্জন করতে যেমন সহায়তা করে তেমনি সমাজও আপনার কঠোর পরিশ্রমের দ্বারা উপকৃত হয়। প্রবাদ আছে, ‘পরিশ্রম সাফল্যের চাবিকাঠি’। পরিশ্রমের দ্বারা নিজের ভাগ্যকেও পরিবর্তন করা যায়। আমাদের সবসময় মনে রাখতে হবে যে, যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হল প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। একজন পরিশ্রমী ব্যক্তিই কেবল সাফল্যের উচ্চতা স্পর্শ করতে পারেন। শুধু তাই নয় কঠোর পরিশ্রমী ব্যক্তিই সমাজে  সম্মানও লাভ করেন।

) সাহসঃ লেখক রিচার্ড স্টেঙ্গেল সাহস বলতে বুঝিয়েছেন, ‘সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়। সাহস হলো ভয়কে জয় করতে শেখা।’জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য আমাদের অনেক গুণাবলী থাকতে হয়।  আর এইসব গুণাবলীর মধ্যে সাহস হলো অন্যতম। সাহসী ব্যক্তিই পারে সব ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে। এই সাহস নামক বিষয়টি যাদের মধ্যে আছে তারাই সাফল্য লাভ করতে পারেন খুবই দ্রুত। কারণ তারা প্রতিকূল পরিস্থিতিতেও আতঙ্কিত হন না এবং সাহসের সঙ্গে  সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করেন। আর তাদের লক্ষ্যে পৌঁছানো থেকে কেউ বাধা দিতে পারে না।

) বুদ্ধিমত্তাঃ গবেষণায় দেখা যায়, জীবনে মানুষ তার মস্তিষ্কের সামর্থ্যের খুব সামান্যই ব্যবহার করে থাকে। সবার বুদ্ধিমত্তা সমান নয়। এটা ব্যক্তি বিশেষের ওপর নির্ভর করে। বুদ্ধিমানগণ খুবই সহজেই যেকোন জিনিস খুব সহজে শিখতে বা বুঝতে পারে। তাদের মধ্যে যে কোন নতুন কিংবা কঠিন পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা আছে। তারা নিত্য নতুন জিনিস শিখতে এবং বুঝতে সক্ষম। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোন সমস্যা বা পরিস্থিতি বিচক্ষণতার সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা  রাখেন। তারা ছোট কৌশল অবলম্বন করে অনেক বড় বড় সমস্যার সমাধান করে। এককথায় বুদ্ধিমত্তা ব্যবহার করেই তারা সফলতা লাভ করেন। “বুদ্ধি” সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়।

By Moksedul Islam

I am Moksedul Islam. Writer, poet and storyteller. An entrepreneur. Love to write and read. Writing is my hobby.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *