বে-সরকারী উন্নয়ণ সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ইএসডিও ১৯৮৮ সালে দরিদ্র ও প্রান্তিকদের প্রতি সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মহৎ দৃষ্টি দিয়ে যাত্রা শুরু করে। জনগণের কেন্দ্রিক সংগঠন হওয়ায় ইএসডিও এমন একটি সমাজের কল্পনা করেছিল যা অসমতা ও অবিচার থেকে মুক্ত হবে।
ইএসডিও সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি মূলক বিভিন্ন কার্যক্রম/ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ইএসডিও বর্তমানে দেশের ৫১টি জেলার ৩৩১ উপজেলায় ১০ মিলিয়ন অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে।
ইএসডিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)`র সহায়তায় ইএসডিও পরিচালিত মাইক্রোফিন্যান্স কর্মসূচীর জন্য ফিল্ড অফিসার পদে একটি ক্যাটাগরিতে ১০০জন জনবল নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। চাকুরীতে যোগদানের তারিখ হতে ০১ বছর শিক্ষানবিশকাল হবে। শিক্ষানবিশ কাল শেষ হওয়ার পর মুল্যায়নের ভিত্তিতে চাকুরীতে স্থায়ীকরন করা হবে।
- শিক্ষানবিশ ফিল্ড অফিসার পদের নিয়োগ পরীক্ষা সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিকটবর্তী জেলায় অনুষ্ঠিত হবে।
চাকুরির দায়িত্বসমূহ
- ঋণ বিতরন, কিস্তি আদায় এবং নতুন সদস্য ভর্তি করা
- দলের জন্য সদস্য বাছাই করা এবং বাছাই সম্পন্ন হলে শাখা ব্যবস্থাপককে জানিয়ে ছাড়পত্র গ্রহন পূর্বক দলগঠন সম্পন্ন করা।
- দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাপ্তাহিক সঞ্চয় আদায় শুরু করা।
- সংশ্লিস্ট শাখার আয়তন ও সমিতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সমিতির দায়িত্ব পালন করা।
- নিয়মিত দল পরিচালনা করতে গিয়ে সঞ্চয় ও ঋনের কিস্তি আদায়ে পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক বিষয় যথাঃ শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা করা
- সাপ্তাহিক সভায় দলের রেজুলেশন লেখা ও স্বাক্ষর করা।
- ঋণ প্রদানের ক্ষেত্রে বাছাই কমিটির মাধ্যমে ঋণী সদস্য প্রাথমিকভাবে নির্বাচিত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা।
- দৈনন্দিন ১০০% আদায় নিশ্চিত করা।
- নিয়মিত অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করা এবং অফিসের বাহিরে গেলে মুভমেন্ট রেজিষ্টারে স্বাক্ষর করা।
- ঋণী টাকা নিয়ে প্রকৃত খাতে ব্যবহার করছে কি না তা নিশ্চিত করা
- রিপোর্টিং নির্দিষ্ট ছক অনুযায়ী রিপোর্ট করবেন।
- কর্তৃপক্ষ নির্দেশিত হয়ে অন্যান্য কাজ সম্পাদন করা
১০০টি পদে অভিজ্ঞতা ছাড়াই ইএসডিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
চাকুরির ধরণঃ ফুল টাইম
কাজের ধরণঃ অফিসিয়াল চাকুরি
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে স্নাতক পাশ হতে হবে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সঃ ২৪ থেকে ৩৫ বছর
কর্মস্থলঃ
কুড়িগ্রাম, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, জামালপুর, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, বগুড়া, রংপুর, রাজশাহী, লালমনিরহাট, শেরপুর, সিরাজগঞ্জ
বেতনঃ শিক্ষানবিশ কালে ১৮,০০০ টাকা করে প্রদান করতে হবে। শিক্ষানবিশ কাল শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে মূল্যায়ন সন্তোষজনক হলে প্রারম্ভিক বেতন ২৫,০০০/- টাকা।
অন্যান্য সুবিধাঃ সংস্থার প্রচলিত সুবিধাদী (বার্ষিক ০২টি উৎসব বোনাস, সিপিএফ, গ্রাচুইটী, বীমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, দুরত্বভাতা, অবস্থান ভাতা, খাদ্য ভাতা, পারফোরমেন্স বোনাস) প্রাপ্য হবেন।
Eco-Social Development Organization (ESDO) Job 2023 Image file
Eco-Social Development Organization (ESDO) Job 2023
আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীগণ আগামী ২০/১১/২০২৩ইং তারিখের মধ্যে https://career.esdo.net.bd/ ঠিকানায় রেজিষ্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে হবে। কোন প্রকার হার্ডকপি বা লিখিত আবেদন গ্রহনযোগ্য নহে।
শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে। লিখিত/নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান ইত্যাদি এসএমএস`র মাধ্যমে যথাসময়ে জানানো হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।
(যোগ্য নারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া হবে)
অনলাইনে আবেদন করতে ক্লিক করুন https://career.esdo.net.bd/ এই লিংকে
আবেদনের শেষ তারিখঃ- ২০ নম্ভেবর ২০২৩