কথাটা অদ্ভুত শোনালেও সত্যি। হ্যাঁ, খুব অল্প সময়েই আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারেন। এজন্য খুব বেশি কিছুর দরকার নেই। অধিক পুঁজিরও দরকার নেই। যা দরকার তা হলো আপনার সদিচ্ছা আর কিছু আনুষাঙ্গিক বিষয়াদি। আমি সেই বিষয়েই আলোকপাত করবো।

বাঙালি হিসাবে আমরা খুবই ব্যস্ত জাতি। এটা আমরা সকলেই জানে। সবকিছুতেই আমাদের তাড়াহুড়া। দ্রুত পাবার আকাঙ্খা আমাদের মাথায় সবসময় কাজ করে। ধৈর্য্যশক্তি আমাদের খুবই কম। তবে খুব অল্প সময়ে একটা ব্যবসা শুরু করতে হলেও কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে।

যা বলছিলাম, একটি ব্যবসা চালু করা, উদ্যোক্তা হওয়া কিংবা পরিষেবা চালু করা যাই বলি না কেন এটা শুরু করা আশ্চর্যজনকভাবে খুবই সহজ একটা কাজ। আপনার কেবল প্রথম পদক্ষেপ নেওয়া দরকার। ব্যস! শুরু হয়ে যাবে।

আমি কিছু মানুষকে দেখেছি যারা ব্যবসা শুরু করবে করবে বলে বছর পার হলেও আর শুরু করতে পারেন না। এবং তাদের এই এটা করবো, সেটা করবো এমন কথাবার্তা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে যাই। এসব শোনার পর যখন ধৈর্য্য হারিয়ে আমরা বলি, আপনি অপেক্ষা করছেন কিসের জন্য? শুরু করে দেন।

আসলে তিনি শুরুটা কিভাবে করবেন সেই প্রক্রিয়াটাই বুঝে উঠতে পারেন না। পরবর্তীতে  তিনি ভাবেন যে কোনও ব্যবসা শুরু করার প্রক্রিয়াটি আসলেই জটিল। সবশেষে বলেন ‘আমি এই সমস্ত ভেজালে যেতে চাই না ভাই, এসব বিষয়ে আমার কোন ধারণা নেই।’ মূল কথা হলো আসলে তিনি জানেনই না যে ব্যবসা করতে হলে কিছু প্রশাসনিক ও আইনী কাজ সম্পাদন করতে হয়। তাকে প্রশাসনিক ও আইনী জটিলতার ভয় দেখানো হয়েছিল। অথচ খুব কম সময়ের মধ্যেই আপনিও এই কাজগুলো করতে পারেন।

ওহ! বলে রাখা ভালো, আমি কিন্তু এখানে কোন ব্যবসায়িক পরিকল্পনা লেখার কথা বলছি না। আমি কেবল ব্যবসা করার জন্য নিজেকে সেট আপ করার বিষয়ে কথা বলছি আজ।

এখন আলোচনায় আসি। খুব অল্প সময়ের মধ্যেই ব্যবসা করতে হলে যা যা করতে হবে তা হলো-

১। কোম্পানীর একটা নিজস্ব নামঃ আপনি একজন নতুন উদ্যোক্তা বা ব্যবসায়ি যাই হোন কেন আপনার ব্যবসার কিংবা অনলাইন শপের জন্য একটা সুন্দর নাম দরকার। কিন্তু তার মানে এই না যে, একটা সুন্দর, নিখুঁত নাম না পাওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। যতোদিন আপনি কোম্পানীর নামের জন্য অপেক্ষা করবেন ততোদিন অর্থোপার্জনও শুরু করতে পারবেন না। এর পরিবর্তে আপাতত, ব্র্যান্ডিং এবং অনন্য বিক্রয় প্রস্তাব এবং সমস্ত ব্যবসা-পরিচয়-স্টাফ সব ভুলে যান। ওয়েবসাইট ডিজাইন বা প্রচারমূলক কাজ সন্ধান সম্পর্কেও চিন্তা করবেন না।

মনে রাখবেন, আপনার ব্যবসা আপনার কোম্পানির নামের চেয়ে আলাদা নামে চালিত হতে পারে। আর আপনি যদি চান তবে আপনার কোম্পানির নাম পরে যে কোন সময় পরিবর্তনও করতে পারেন।

২। আপনার ব্যবসায়ের নাম নিবন্ধন করুনঃ যতো দ্রুত সম্ভব আপনার ব্যবসার নামটি নিবন্ধন করে নিন। এটা আপনার জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে। আপনি যখন আপনার ব্যবসার নাম নিবন্ধন করবেন তখন এ নামে সেটা আর অন্য কেউ নিতে পারবে না।

৩। ব্যবসায়ের জন্য ট্রেড লাইসেন্স করুনঃ যদিও এটা অনেক ছোট ব্যবসায়ি বা উদ্যোক্তাই করতে চায় না বা করেও না। কিন্তু আপনার ব্যবসা নিরাপত্তার জন্য একটা লাইসেন্স করা জরুরী। বাংলাদেশে যেকোনো ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স থাকাটা আবশ্যক। এলাকার স্থানীয় সরকার কর্তৃক এই ট্রেড লাইসেন্সটি জারি করা হয়ে থাকে। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম যেখানে পরিচালনা করা হয়ে থাকে সেখানকার স্থানীয় সরকারই এই ট্রেড লাইসেন্স দিয়ে থাকেন। ট্রেড লাইসেন্স নেয়ার সময় সাইনবোর্ড ফিও জমা দিতে হবে। সকল ধরনের ব্যবসায়ের জন্য সাইনবোর্ড ফি লাইসেন্স ফি এর শতকরা ৩০ ভাগ ধার্য করা রয়েছে।

৪। একটি ব্যাংক একাউন্ট খুলুনঃ আপনার ব্যবসায়িক হিসাব-নিকাশ চালানোর অন্যতম সহজ উপায় হ’ল ব্যক্তিগত এবং ব্যবসায়িক তহবিল (লেনদেন) আলাদা হিসাব রাখা। সমস্ত ব্যবসায়িক লেনদেনের জন্য একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট ব্যবহার করা সেই সম্ভাবনাটি আরও বাড়িয়ে দেয়। আপনার ব্যবসায়ের নাম এবং TIN ব্যবহার করে একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে পারেন। কেবলমাত্র ব্যবসায়-সম্পর্কিত আমানত, উত্তোলন এবং লেনদেনের জন্য সেই অ্যাকাউন্টটি ব্যবহার করুন।

৫। একটি সাধারণ অ্যাকাউন্টিং স্প্রেডশিট সেটআপ করে নিনঃ আজ হয়তো আপনার ব্যবসাটি ছোট আছে, একটু কম চলছে কিন্তু দু’দিন পর যখন প্রচার হবে, ব্যবসার পরিধি বেড়ে যাবে তখন কেমন করে আয়-ব্যয়ের হিসাব রাখবেন। তাই আজই একটা অ্যাকাউন্টিং সফ্টওয়্যার সম্পর্কে চিন্তা করুন। আপাতত, কেবলমাত্র একটি স্প্রেডশিট তৈরি করুন যার উপর আপনি যে অর্থ ব্যয় করেছেন এবং যে টাকা আপনি পেয়েছেন তার হিসাব রাখতে পারেন।।

এগুলো খুব বেশি সময়ের কাজ না। এবং এসব কাজ সম্পাদন করার ফলে আপনার মনে হবে যে, আমাকে উদ্যোক্তা/ব্যবসায়ি হতেই হবে। আর আপনি যখন এসব কাজ শেষ করে ফেলবেন, তখন এটাই প্রমাণ হয়ে যাবে যে, আপনি একজন উদ্যোক্তা।

By Moksedul Islam

I am Moksedul Islam. Writer, poet and storyteller. An entrepreneur. Love to write and read. Writing is my hobby.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *