যে ব্যবসাগুলো সাধারণত ঘরে বসেই করা যায় তাকেই গৃহ-ভিত্তিক ব্যবসা বলে। এই ব্যবসাগুলোর অনেক সুবিধা আছে যেমন- কোথাও ভ্রমন করার দরকার নেই, নিজের সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ করা যায়, অপেক্ষাকৃত কম ব্যয়েই শুরু করা যায়, কোন ট্যাক্স বা করের ঝামেলা নেই। এই করোনা কালে গৃহ – ভিত্তিক ব্যবসা পরিচালনা করা আজকাল আয়ের অন্যতম বিকল্প হতে পারে।

সবাই একটি গৃহ-ভিত্তিক ব্যবসা পরিচালনা করতে পারে না। কেনন কাজের  ঘন্টা  হয়তো বা দীর্ঘ হতে পারে এবং কাজ থেকে মাঝেমধ্যে মন বিচ্ছিন্ন হতে পারে। আপনার কর্মজীবন আপনার গৃহজীবনকে পৃথক করতে পারে এবং এর ফলে আপনার অবসর সময় কাটাবার খুব কম সুযোগ হতে পারে।

আপনি যে বিষয়ে অভিজ্ঞ কিংবা যে বিষযে আপনার আগ্রহ আছে সেসব ব্যবসায়িক ধারণার ভিত্তিকে কাজ করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

১) অনুবাদকের কাজঃ দেশে – বিদেশে ভালো অনুবাদকের প্রভাব প্রকট। আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন  প্রকাশনা সংস্থায় অনুবাদ সাহিত্যের বড় একটি পাঠক শ্রেণি গড়ে উঠলেও মানসম্মত অনুবাদের অভাব প্রচুর। আপনি যদি একাধিক ভাষায় সাবলীল হন তবে অনুবাদের ব্যবসায শুরু করে আপনি আপনার দক্ষতার ভাল ব্যবহার করে টা্কা ইনকাম করতে পারেন।

২) কনটেন্ট রাইটিং: যদি আপনার লেখালেখির হাত থাকে এবং বিষয়ে দক্ষ হন তবে একটি হোম-ভিত্তিক ফ্রিল্যান্স রাইটিং বিজনেস আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এ জন্য আপনি বিভিন্ন তথ্যসূত্র তথা বই, নিবন্ধ, ব্লগ, প্রযুক্তিগত বিভিন্ন ম্যানুয়ালগুলোর জন্য নির্দেশাবলী এবং বিজ্ঞাপনের অনুলিপি সহ অনেক বিকল্প ব্যবহার করতে পারেন। মনে রাখবেন একজন সফল লেখক হওয়ার জন্য আপনার সাংবাদিকতার ডিগ্রির দরকার নেই তবে আপনার লেখার ভাল দক্ষতা দরকার।

৩) অনলাইন কনসাল্টিং বিজনেসঃ আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, আপনার পেশায় কিংবা শিক্ষায় আপনি যে জ্ঞান এবং দক্ষতা অর্জন করেছেন তা বিপণনযোগ্য সম্পদ হতে পারে। আপনি নিজের বাড়ি থেকে একটি অনলাইন পরামর্শ সংস্থা তৈরি করে আপনার এই দক্ষতা ব্যবহার করতে পারেন। পরামর্শদাতা হিসাবে আপনার ভূমিকা হবে অন্যান্য ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সহায়তা করা। আপনি যদি অনলাইন কনসাল্টিং বিজনেস শুরু করতে চান তবে আপনার দক্ষতা, সক্ষমতা, ক্ষমতা এবং আপনি যে ধরণের ব্যবসায়ের সহায়তা করতে পারেন তার একটি তালিকা তৈরি করুন। এটা আপনার নেটওয়ার্কিং ক্লায়েন্টদের আকর্ষণ করার জন্য প্রয়োজন হবে

৪) ওয়েবসাইট ডিজাইনঃ বেশিরভাগ ব্যবসায়ের আজকাল একটি ওয়েবসাইটের প্রয়োজন হয় এবং অনেকেই একটি ওয়েবসাইট তৈরি করতে ডিজাইনার নিয়োগ করে। আপনার যদি শৈল্পিক ধারা, বিভিন্ন কালার বুঝার ক্ষমতা এবং ওয়েবসাইট ডিজাইন টুলসগুলো সম্পর্কে ভাল জ্ঞান থাকে তবে একটি ওয়েবসাইট ডিজাইনের ব্যবসা আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। শুরুতে এর জন্য খুব বেশি ব্যয় করতে হবে না এবং উচ্চ-গতির ইন্টারনেট সংযোগ আছে এমন যে কোন আপনি জায়গায় কাজ করতে পারেন। ওয়েবসাইট ডিজাইন একটি উচ্চ প্রতিযোগিতামূলক শিল্প তাই আপনার ব্যবসাকে সুস্পষ্ট করার জন্য আপনাকে একটি উপায় খুঁজে বের করতে হব।

৫) হস্তনির্মিত কারুশিল্পঃ কারুশিল্প কি আপনার প্রিয় শখ? যদি তা হয় তবে আপনি সেই শখটি একটি হোম-বেইজ কারুকাজ ব্যবসায় পরিণত করতে পারেন। কারুশিল্পের বাজার, সম্ভাব্য চাহিদার মূল্যায়ন এবং অনলাইন কারুশিল্পের মার্কেটপ্লেসে ঘুরে আপনার প্রতিযোগিতাটি পরীক্ষা করতে পারেন। আপনি ক্ষুদ্র ব্যবসা কারুশিল্প ব্যবসায় স্থাপনের জন্য অতিরিক্ত টিপস পেতে পারেন, যা আপনার পণ্যরেখার পার্থক্য আনতে, মানসম্পন্ন উপকরণগুলি সরবরাহ করতে, ব্র্যান্ডের স্বীকৃতি তৈরি করতে এবং আরও অনেক কিছুতে গাইডেন্স দিবে।

৬) গ্রাফিক্স ডিজাইনারঃ যদি আপনি প্রফেশনাল লুকিং ফ্লায়ার তৈরি করতে পারেন, ব্রোশিওর, লেটারহেড এবং লোগো তৈরি করতে পারেন তবে একটি হোম-ভিত্তিক গ্রাফিক্স ডিজাইনের ব্যবসা শুরু করার বিষয়টি বিবেচনা করতে পারেন। অনেক ব্যবসায়ের জন্য গ্রাফিক আর্ট প্রয়োজন তবে এটি তৈরি করার জন্য দক্ষ কর্মীর বড় অভাব। গ্রাফিক্স ডিজাইন অনেক বিস্তৃত একটা বিষয়। আপনি কোন বিষয়ে দক্ষ সেটা আগে মূল্যায়ন করুন এবং কোন পণ্যগুলো আপনি উৎপাদন করতে চান তা স্থির করুন। আপনার লক্ষ্যযুক্ত বাজার চিহ্নিত করুন এবং আপনার প্রতিযোগীদের জানার চেষ্টা করুন। গ্রাফিক্স ডিজাইন অত্যন্ত প্রতিযোগিতামূলক একট ব্যবসা তাই আপনার ব্যবসাকে অনন্য করতে আপনার বিশেষজ্ঞ হওয়া প্রয়োজন।

৭) ভার্চুয়াল এ্যাসিসটেন্টঃ আপনার যদি ব্যবসায়ের মালিক বা পরিচালকদের জন্য প্রশাসনিক কার্য সম্পাদন করার অভিজ্ঞতা থাকে তবে ভার্চুয়াল সহকারী ব্যবসাটি আপনার জন্য বেশ উপযুক্ত। ভার্চুয়াল সহকারীরা একটি কম্পিউটারের মাধ্যমে সময়সূচী, ইমেলিং, রেকর্ড রক্ষণাবেক্ষণ, এবং কাস্টমার সাপোর্টের মতো বিস্তৃত পরিসেবা দিয়ে থাকেন।

By Moksedul Islam

I am Moksedul Islam. Writer, poet and storyteller. An entrepreneur. Love to write and read. Writing is my hobby.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *